Pages

Saturday, June 2, 2012

কিভাবে AmiBroker এ DSE ডাটা সংযুক্ত করব?

খুবিই সহয। আমি ধরে নিচ্ছি আপনি আমার পূর্বের টিউটোরিয়াল দ্বারা AmiBroker ইন্সটল করে ক্র্যাক করে ফেলেছেন। এখন নিচের লিংকে যেয়ে সব গুলো ডাটা (২০০৮-২০১২) ফাইল ডাউনলোড করে ফেলুন। আমি ধাপ গুলো এক এক করে বলছি ঃ

১) http://adf.ly/9EMd7

২) পাঁচ সেকেন্ড অপেক্ষা করে SKIP AD এ ক্লিক করুন।
৩) আপনি আমার Google Docs এ চলে এসেছেন। এখন বাম পাশে 2012_upto May.rar এর ফাইল এ ক্লিক করুন। 2012_upto May.rar এর সব গুলো ফাইল আপনি এখন দেখতে পারছেন।
৪) 2012_upto May.rar এর সব গুলো ফাইল এক সাথে ডাউনলোড করতে হলে Ctrl+S প্রেস করুন অথবা ফাইল এ গিয়ে ডাউনলোড এ ক্লিক করুন।
৫) এভাবে বাকি অন্যান্য ফাইল গুলো ও ডাউনলোড করে ফেলুন।
৬) 2012_upto May.rar ফাইল টি unzip করে ফেলুন।
৭) এবার AmiBroker ওপেন করুন।
8) File এ ক্লিক করে Import Wizard এ ক্লিক করুন।

৯) Pick Files এ ক্লিক করুন।

১০) Look In থেকে আপনার কম্পিউটার এর যেখানে CSV ফাইল গুলো রেখেছেন সেখানে চলে যান। সবগুলো ফাইল সিলেক্ট করুন (টিপস ঃ একটা ফাইল সিলেক্ট করার পর Ctrl+A প্রেস করুন তাহলে সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে।)। তারপর Open এ ক্লিক করুন।

১১) তারপর Next এ ক্লিক করুন।
১২) আবার Next এ ক্লিক করুন।
১৩) Finish এ ক্লিক করুন।

আপনি স্টেপ গুলো ঠিক ভাবে করতে পারলে আমার বিশ্বাস আপনি ২০১২ সালের ডাটাগুলো দেখতে পারছেন। মোটামুটি নিম্নের মত একটা চার্ট দেখতে পারছেন।


এভাবে অন্য বছরের ডাটাগুলোও সংযুক্ত করে ফেলুন। বাম পাশে আপনি DSE এর বিভিন্ন শেয়ার এর নাম পাবেন। ওগুলোতে ক্লিক করে বিভিন্ন শেয়ার এর অবস্থা চার্ট এ দেখেতে পারেন। চার্ট এর নিচে Sheet 1, Sheet 2...এগুলোতে ক্লিক করে বিভিন্ন চার্ট দেখতে পারবেন। পরবর্তীতে আমরা বিভিন্ন চার্ট এর ব্যাবহার দেখব।

কোন সমস্যায় পরলে আমাকে জানান।

Friday, June 1, 2012

AmiBroker


AmiBroker 5.40 : শেয়ার চার্ট দেখার জন্য  AmiBroker সফটওয়্যার টি এক কথায় অনন্য। কিন্তু এটা আমরা কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে ইন্সটল করব বা কিভাবে ব্যবহার করব তা আমরা অনেকেই জানি না।  নিচের লিঙ্কটাতে আপনি  AmiBroker 5.40 সফটওয়্যারটি পেয়ে যাবেন।

https://docs.google.com/file/d/0B_Oc0_hPAt23RmZNajhMVEc4MjQ/edit

তার পর ফাইল এ ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করুন বা Ctrl+S প্রেস করুন, তাহলে সবগুলো ফাইল এক সাথে ডাউনলোড হবে।

এখন AmiBroker 5.4 ফোল্ডারটি unzip করুন। AmiBroker540 ফাইল টি ডাবল ক্লিক করে ইন্সটল করুন। AmiBroker 5.4 ফোল্ডারটির মধ্যে দেখুন আরও একটি  Brokey জিপ ফোল্ডার আছে। ওটাকে unzip করলে Brokey.dll নামে একটা ফাইল পাবেন। এই ফাইল টা যেখানে AmiBroker টা ইন্সটল করেছেন ঠিক সেই AmiBroker ফোল্ডার এর মধ্যে পেস্ট করে দিন। Windows XP হলে আমরা সাধারণত C:\Program Files\AmiBroker এই খানে ইন্সটল করে থাকি। Windows 7 হলে C:\Program Files (x86)\AmiBroker এই ফোল্ডার এ। আশাকরি আপনি বুঝতে পেড়েছেন আপনার অপারেটিং সিস্টেম অনুসারে কোথায় আপনাকে Brokey.dll ফাইল টা পেস্ট করতে হবে।

আপনি AmiBroker সফটওয়্যার টি ইন্সটল করে ফেলেছেন। কোন সমস্যা হলে কোনরকম সংকোচ না রেখে আমাকে নিচে কমেন্টস এ জানান।

এর পর আমারা দেখব কোথায় আমরা DSE এর ডাটা পাবো এবং সেই ডাটা দিয়ে কিভাবে চার্ট দেখব।